নর্মাল ডেলিভারির সেলাই শুকাতে কতদিন লাগে?
নর্মাল ডেলিভারি সেলাই শুকাতে কতদিন লাগে: বর্তমানে সারা বিশ্বে বেশিরভাগ সন্তান সিজারের মাধ্যমে জন্ম নেয়। কিন্তু অতীতে নর্মাল ডেলিভারি বা প্রাকৃতিক প্রসবের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হত। কিন্তু নর্মাল ডেলিভারির চাইতে বর্তমানে সিজার ডেলিভারিরর হার অনেক বেশি। কিন্তু নর্মাল ডেলিভারি বাচ্চা ও মায়ের জন্য সবচেয়ে উপকারী। তাই আমরা এই পোস্টে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব, নর্মাল ডেলিভারির সেলাই শুকাতে কতদিন সময় লাগে।
নর্মাল ডেলিভারি কী?
নর্মাল ডেলিভারি হলো: মায়ের গর্ভবস্থা শেষে স্বাভাবিকভাবে শিশুর জন্ম দেওয়া, যা ব্যক্তিগত এবং সামাজিক সুবিধার আধারে একটি স্বাভাবিক ইভেন্ট হতে পারে। এই পদক্ষেপে মা অত্যন্ত করনীয় দ্বারা গঠিত হয় এবং এটি অক্সিজেন, খাদ্য এবং ভারী শারীরিক কাজের মাধ্যমে শিশুর জন্ম দেয়।
কেন সন্তান ডেলিভারির পরে সেলাই দরকার?
প্রসবের সময়, শিশুর জন্ম খাল বা যোনির মধ্যে দিয়ে বেরোয়। প্রথমবারের মতো মা হওয়া মহিলাদের ক্ষেত্রে একটি প্রথম অভিজ্ঞতা। অনেক সময় দেখা যায় বাচ্চা প্রসবের সময় মায়ের যে যোন পথের স্থান থেকে বাচ্চা ডেলিভারি হয়। সেই যোন পথের স্থানের প্রস্থতা বাচ্চার আকরিতির চেয়ে ছোট। তাই বাচ্চা ডেলিভারি হওয়ার সময় যোন স্থানে ছিরে জাওয়ার কারনে ডেলিভারির পর সেলাই দরকার হয়।
আরও পড়ুনঃ কিভাবে চোখের কালো দাগ দূর করবেন?
নর্মাল ডেলিভারি সেলাই শুকাতে কতদিন লাগে?
নর্মাল ডেলিভারি সেলাই শুকাতে কমপক্ষে ১-২ মাসের মধ্যে শুকিয়ে যায়। কিন্তু প্রয় ৫-৬ মাস ভারী কাজ করা যাবে না। এবং ভারী জিনিস ওঠানো এবং নামানো যাবে না। খুব সাবধানে থাকতে হবে। ভিতর থেকে একটু সময় লাগে শুকাতে।
নর্মাল ডেলিভারিতো সেলাই লাগলে কতদীন পর সহবাস করা যায়?
ডেলিবারি হওয়ার পর থেকে সহবাস করার মধ্যে ২ মাসের গ্যাপ রাখা উচিত। কারন ভেতর থেকে জায়গ শুকাতে অনেক দীন সময় লাগে। ওপর থেকে দেখা যায় যে শুকিয়ে গেছে, কিন্তু বিতরে শুকাতে অনেক সময় লাগবে।
স্বাস্থ্য সুরক্ষা বিষয় বিভিন্ন তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। এবং নতুন কিছু আপডেট পেতে আমাদের সাথে থাকুন। এবং আমাদের ওয়েবসাইট থেকে যদি আপনি একটুও উপকৃত হন, তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ,
আরও পড়ুনঃ চোখে কম দেখলে করণীয়?
আরও পড়ুনঃ শিশুর জ্বর হলে করনীয় কী?
আরও পড়ুনঃ চুল পড়া কমাতে যা করনীয়?